বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার (০৬ অক্টোবর) বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে।
স্থগিত ব্যাংক হিসাবের তালিকায় আহমেদ আকবর সোবহানের চার ছেলে—সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভীর এবং সাফওয়ান সোবহান, পাশাপাশি তিন পুত্রবধূ—সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহানও অন্তর্ভুক্ত রয়েছেন।
বিএফআইইউ’র চিঠিতে উল্লেখ করা হয়েছে, “উল্লিখিত ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে যদি কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকে, তবে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখতে হবে।”
এছাড়া, তাদের নামে কোনো লকার থাকলে, তার ব্যবহারও ৩০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রিন্ট