ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারীতে দেউলিয়া মিলটির পাশেই নতুন জুটমিল প্রতিষ্ঠিত করেছেন পরিচালনাকারীরা Logo মাগুরায় শত্রুজিৎপুর নূরুল ইসলাম দাখিল মাদরাসায় জালিয়াতি করে চাকরির অভিযোগ Logo মুকসুদপুরে সাংবাদিক হায়দারের কুশপুত্তলিকা দাহ Logo মুকসুদপুরে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ Logo তানোরে সার চোরাচালানের মহোৎসব! Logo ফরিদপুরে ৫ দিনব্যাপী ৮৬১ ও ৮৬২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন Logo রূপগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার Logo বালিয়াকান্দির ‘উকুন খোটা’ স্কুল এখন দেশসেরা হওয়ার অপেক্ষায় Logo তানোরের নারায়নপুর স্কুলে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান Logo বাঘায় গলা কেটে হত্যা, নিহতের ভাইরা ভাই রায়হান গ্রেপ্তার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বালিয়াকান্দিতে মেয়াদ উত্তির্ন ভ্যাকসিন প্রয়োগ করে প্রশান্ত রায়ের ছেলে জনতার হাতে আটকঃ মুছলেকা দিলেন বাবা

রাজবাড়ীর বালিয়াকান্দি, উপজেলার বহরপুর ইউনিয়নের যদুপুর গ্রামে শনিবার বিকালে গরুর শরীরে মেয়াদ উত্তির্ন ভেকসিন প্রয়োগের অভিযোগে  জনতার হাতে আটক হয় তন্ময় রায় নামেে এক যুবক। সে বালিয়াকান্দি উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা প্রশান্ত রায়ের ছেলে।
পরে ভুল স্বীকার করে ক্ষতিপূরনের আশ্বাসে মুসলেকা দিয়ে প্রশান্ত রায় ছেলেকে ছাড়িয়ে নিয়ে যায়।
এঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান বহরপুর ইউনিয়নের যদুপুর গ্রামে শনিবার বিকালে পশু চিকিৎসক পরিচয় দেওয়া তন্ময় রায় নামের যুবক।
গরুকে  ভ্যাকসিন দেবার কথা বলে ভ্যাকসিন প্রতি ৫০ টাকা করে নিলেও গরুর শরীরে মেয়দউত্তীর্ন ভ্যকসিন প্রয়োগ করায় গরুর মালিক ও স্থানীয় জনতা তাকে আটকে রাখে। পরে তন্ময় রায়ের পিতা প্রশান্ত রায় মুসলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
এবিষয়ে ভূক্তভোগী আনসের খার স্ত্রী মালেকা বেগম বলেন তন্ময় রায় পশু চিকিৎসক পরিচয় দিয়ে আমাদের ‘এলাকায় এসে আমাদের সহ আরো ৩টি পরিবারের কাছে থেকে প্রতিটি ভ্যাকসিনের মূল্য ৫০ টাকা করে নিলেও  ৬ টি গরু শরীরে মেয়াদউত্তির্ন ভ্যাকসিন প্রয়োগ করে।
আমরা ভ্যাকসিনের বোতলের মেয়াদার্তীর্ন দেখতে পেয়ে তাকে বললে সে আবোলতাবোল বুঝাতে চাইলে এলাকাবাসী তাকে আটককরে রাখে। ভুক্তভোগী পরিবার বলেন আমরা গরীব মানুষ গরুগুলোই আমদের সম্পদ। গরুগুলোর কোন ক্ষতি হলে আমারা নিশ্বঃ হয়ে যাবো।
এলাকাবাসী জানান তন্ময় রায় তার পিতার নাম ভাঙ্গিয়ে ‘বিভিন্ন ধরনের “অপকর্ম করে আসছে।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মানবেন্দ্র বলেন, ঐ যুবক আমাদের অফিসের কেউনা। ভ্যাকসিনের দায়ীত্ব আমাদের উপসহকারী প্রানী সসম্প্রসারন কর্মকর্তা প্রসান্ত রায়ের। বিষয়টি “আমরা খতিয়ে দেখছি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে দেউলিয়া মিলটির পাশেই নতুন জুটমিল প্রতিষ্ঠিত করেছেন পরিচালনাকারীরা

error: Content is protected !!

বালিয়াকান্দিতে মেয়াদ উত্তির্ন ভ্যাকসিন প্রয়োগ করে প্রশান্ত রায়ের ছেলে জনতার হাতে আটকঃ মুছলেকা দিলেন বাবা

আপডেট টাইম : ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
গোলাম মোর্তবা রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দি, উপজেলার বহরপুর ইউনিয়নের যদুপুর গ্রামে শনিবার বিকালে গরুর শরীরে মেয়াদ উত্তির্ন ভেকসিন প্রয়োগের অভিযোগে  জনতার হাতে আটক হয় তন্ময় রায় নামেে এক যুবক। সে বালিয়াকান্দি উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা প্রশান্ত রায়ের ছেলে।
পরে ভুল স্বীকার করে ক্ষতিপূরনের আশ্বাসে মুসলেকা দিয়ে প্রশান্ত রায় ছেলেকে ছাড়িয়ে নিয়ে যায়।
এঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান বহরপুর ইউনিয়নের যদুপুর গ্রামে শনিবার বিকালে পশু চিকিৎসক পরিচয় দেওয়া তন্ময় রায় নামের যুবক।
গরুকে  ভ্যাকসিন দেবার কথা বলে ভ্যাকসিন প্রতি ৫০ টাকা করে নিলেও গরুর শরীরে মেয়দউত্তীর্ন ভ্যকসিন প্রয়োগ করায় গরুর মালিক ও স্থানীয় জনতা তাকে আটকে রাখে। পরে তন্ময় রায়ের পিতা প্রশান্ত রায় মুসলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
এবিষয়ে ভূক্তভোগী আনসের খার স্ত্রী মালেকা বেগম বলেন তন্ময় রায় পশু চিকিৎসক পরিচয় দিয়ে আমাদের ‘এলাকায় এসে আমাদের সহ আরো ৩টি পরিবারের কাছে থেকে প্রতিটি ভ্যাকসিনের মূল্য ৫০ টাকা করে নিলেও  ৬ টি গরু শরীরে মেয়াদউত্তির্ন ভ্যাকসিন প্রয়োগ করে।
আমরা ভ্যাকসিনের বোতলের মেয়াদার্তীর্ন দেখতে পেয়ে তাকে বললে সে আবোলতাবোল বুঝাতে চাইলে এলাকাবাসী তাকে আটককরে রাখে। ভুক্তভোগী পরিবার বলেন আমরা গরীব মানুষ গরুগুলোই আমদের সম্পদ। গরুগুলোর কোন ক্ষতি হলে আমারা নিশ্বঃ হয়ে যাবো।
এলাকাবাসী জানান তন্ময় রায় তার পিতার নাম ভাঙ্গিয়ে ‘বিভিন্ন ধরনের “অপকর্ম করে আসছে।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মানবেন্দ্র বলেন, ঐ যুবক আমাদের অফিসের কেউনা। ভ্যাকসিনের দায়ীত্ব আমাদের উপসহকারী প্রানী সসম্প্রসারন কর্মকর্তা প্রসান্ত রায়ের। বিষয়টি “আমরা খতিয়ে দেখছি।

প্রিন্ট