মাগুরার নবাগত জেলা প্রশাসক মো: অহিদুল ইসলামের সাথে জেলা প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পরিবর্তিত পরিস্থিতি, সমস্যা, সংকট ও সম্ভাবনার পরিপ্রেক্ষিতে মাগুরার উন্নয়নে জেলা প্রশাসকের করণীয় নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরেন প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শামীম খান, আবু বাসার আখন্দ, রূপক আইচ, শেখ ইলিয়াস মিথুন, রনি আহমেদ ও জেলার বিশিষ্ট সংবাদকর্মীরা।
জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম সাংবাদিদের আলোচনা শুনে তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষা করে মানুষের মধ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা, পানি নিষ্কাশন, যানজট নিরসনসহ মাগুরার উন্নয়নের ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
এসময় তিনি তার আগামীর পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংবাদকর্মীসহ জেলার সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
- আরও পড়ুনঃ বরখাস্ত হচ্ছেন ১৮৭ পুলিশ কর্মকর্তা!
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাসসহ জেলায় কর্মরত প্রায় ৬০জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট