নাটোরের লালপুর উপজেলায়” নতুন দিগন্তে আব্দুলপুর” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনার ও অগ্নিনির্বাপণ মহড়ার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫ অক্টোবর ) সকাল দশ টায় আব্দুলপুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আব্দুলপুর মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক এর সভাপতিত্বে ও সাজ্জাজ হোসেন এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুলপুর মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোমেনা বেগম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লালপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক জামিরুল ইসলাম, আব্দুলপুর মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক জায়েদ আলী, রোকশানা বেগম, নিলুফা ইয়াসমিন, নাজনীন নাহার, সম্পা খাতুনসহ প্রমুখ ।
এ সময় নানান ইস্যু নিয়ে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন “নতুন দিগন্তে আব্দুলপুর ” একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন সংগঠন , আমরা বিনা মূল্যে পাঠদান কর্মসূচি, সম-সাময়িক সামাজিক সমেস্যা চিহ্নিত করন, তা থেকে পরিতানের উপায় বের করা । প্রতি সপ্তাহে দুইদিন বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।
- আরও পড়ুনঃ লালপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সুশীল সমাজের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভা শেষে অগ্নিনির্বাপনের বিভিন্ন মহড়ার কোলা কৌশল প্রদর্শন করা হয়।
প্রিন্ট