করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মাগুরার মহম্মদপুর শহরে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার রাত আটটার দিকে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল স্বাক্ষরিত একটি পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। লকডাউনের বিষয়ে রাতে শহরে মাইকিং করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মাগুরার মহম্মদপুর শহরে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
রোববার রাত আটটার দিকে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল স্বাক্ষরিত একটি পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। লকডাউনের বিষয়ে রাতে শহরে মাইকিং করা হয়েছে।
পরিপত্রে আরও জানানো হয়, উপজেলা শহরে পরিসেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সন্ধা ছয়টার পর খাবার ও ওষুধ ছাড়া সব দোকান ও শপিংমল বন্ধ থাকবে।
প্রিন্ট