ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

আলফাডাঙ্গায় প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন, দাবি ১০ গ্রেড

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন
করেছেন শিক্ষকরা। বুধবার বিকেলে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীন বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে আলফাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন। এ সময় তারা সহকারী শিক্ষকদের জীবনমান
উন্নয়ন ও মর্যাদাসম্পন্ন করতে ১০ম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শমসের উদ্দিন টিটোর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বোয়ালমারী শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক জেসমিন আরা সুলতানা, আজিজুর রহমান, ইস্রাফিল হোসেন, আলমগীর হোসেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সাবিনা ইয়াসমিন ও শামিমা নাসরিন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, ১০ম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান অথচ বেতন গ্রেড ১০।

 

স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া একজন শিক্ষক কেন ১০ম গ্রেড পাবেন না প্রশ্ন রেখে বক্তরা আরও বলেন, পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমযোগ্য হওয়া সত্তেও ১০ম গ্রেড বেতন পাচ্ছেন। কিন্তু সেই একই যোগ্যতা নিয়েও আমরা বঞ্চিত। বর্তমানে ২০১৫ সালের বেতন কাঠামোতে দ্রব্যমূল্যোর ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের জীবনমানের স্বাভাবিক ধারা বজায় রাখতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। যা বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার মাধ্যমে কিছুটা সমাধান সম্ভব।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গায় প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন, দাবি ১০ গ্রেড

আপডেট টাইম : ০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন
করেছেন শিক্ষকরা। বুধবার বিকেলে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীন বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে আলফাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন। এ সময় তারা সহকারী শিক্ষকদের জীবনমান
উন্নয়ন ও মর্যাদাসম্পন্ন করতে ১০ম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শমসের উদ্দিন টিটোর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বোয়ালমারী শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক জেসমিন আরা সুলতানা, আজিজুর রহমান, ইস্রাফিল হোসেন, আলমগীর হোসেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সাবিনা ইয়াসমিন ও শামিমা নাসরিন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, ১০ম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান অথচ বেতন গ্রেড ১০।

 

স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া একজন শিক্ষক কেন ১০ম গ্রেড পাবেন না প্রশ্ন রেখে বক্তরা আরও বলেন, পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমযোগ্য হওয়া সত্তেও ১০ম গ্রেড বেতন পাচ্ছেন। কিন্তু সেই একই যোগ্যতা নিয়েও আমরা বঞ্চিত। বর্তমানে ২০১৫ সালের বেতন কাঠামোতে দ্রব্যমূল্যোর ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের জীবনমানের স্বাভাবিক ধারা বজায় রাখতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। যা বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার মাধ্যমে কিছুটা সমাধান সম্ভব।


প্রিন্ট