ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা বাজারে আব্দুল কাশেম মিয়ার দোকান ঘর জোর করে দখল করার অভিযোগ উঠেছে।
গত ২০ এপ্রিল হেলেঞ্চা গামের মোকসেদ মিয়ার চার ছেলে- মানিক মিয়া, ইমান মিয়া, ওবাইদুর মিয়া, ইরশাদ মিয়াসহ সাতজন মিলে ভূক্তভূগী কাশেম মিয়ার তালা দেওয়া দোকানে ডাবল তালা মেরে দখল করে রাখে।
এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর রোববার মানিক মিয়াসহ সাত জনের বিরুদ্ধে ফরিদপুর জেলা পুলিশ সুপার বরবার অভিযোগ দেয় কাশেম মিয়ার ছেলে
সাজিবুল ইসলাম রিফাত। পুলিশ সুপার অভিযোগটি আলফাডাঙ্গা থানার ওসির নিকট ফরোয়ার্ড করে দেন।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুল কাশেম মিয়ার হেলেঞ্চা বাজারে একটি দোকান ঘর ক্রয় করে ব্যবসা পরিচালনা করে
আসচ্ছেন। গত ২০ এপ্রিল সকালে বিবাদীগণ জোর করে দোকান ঘর দখল করে তালার ওপর তালা মেরে দেয়। এতে বাঁধা প্রদান করতে গেলে বিবাদীগণ
লাঠিসোঠা নিয়ে ধাওয়া দেয়। খুন জখমের হুমকি প্রদান করে। এ ঘটনার পর ঘটনার সাথে জড়িত বিবাদীদের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত দেওয়া হয়। একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই বার বার দোকান ঘর খুলে দেওয়ার কথা বললেও ইমান মিয়া নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে তালা দিয়ে রাখে। তালা খোলার পরিবর্তে এক লাখ টাকা দাবি করে।
এ নিয়ে মানিক মিয়া সাথে সরেজমিনে কথা বলতে গেলে জানান, এটা তাদের নিজস্ব সম্পত্তি। কারো দোকানে তালা মারা হয়নি। আমাদের নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে একাধিকবার। আর টাকা চাওয়ার প্রশ্নই আসে না।
- আরও পড়ুনঃ লন্ডনে বাংলা ফেস্টিভ্যাল
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, পুলিশ সুপার স্যার একটি লিখিত অভিযোগ ফরোয়ার্ড করে দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট