রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের আন্দুয়া এলাকার এ এসএম বিক্সিস নামে একটি ইটভাটা অবৈধভাবে দখল করে প্রায় কোটি টাকার ইট লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার বেলা এগারোটার দিকে এমন ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ঝালুকা ইউনিয়নের ভুক্তভোগী ওই ইট ভাটার মালিক মো: আশরাফ আলী।
এক লিখিত বক্তব্যে তিনি জানান, সরকার পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে তার ইটা ভাটা দখল পূর্বক কোটি টাকার ইট লুটপাট করে নিয়ে যান কবিরসহ তার লোকজন । দু’বছর আগে ওই ইট ভাটা নওশাদ এর কাছ থেকে কবিরের সন্মতিতে ৪০ লাখ টাকায় কিনে নেন তিনি। পরবর্তীতে কবির ওই ভাটার উপর মামলা দায়ের করেন।
তবে মামলা চলামান অবস্থায় থাকা সত্বেও গত ৬ আগষ্ট হাসিনা সরকার পতনের পর জোর করে তার লোকজন এসে ইট ভাটা থেকে ১২ থেকে ১৩ লক্ষ ইট লুটপাট করে নিয়ে যায়।সেই ইট গুলো কবির দূর্গাপুরের কুহার, ঝালুকা, গোদাগাড়ী সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে অপরাধীদের বিচার দাবি করছেন ভুক্তভোগী আশরাফ আলী।