বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে পোল্যান্ড আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পোল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, “জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনাই হোক জন্মদিনের অঙ্গীকার।
সংগঠনের সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার চাকদার সাকুর সঞ্চালনায় আলোচনা সভায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত-বিএনপি ষড়যন্ত্র করে দেশের মানুষকে বোকা বানিয়ে বাংলাদেশকে বানাচ্ছে জঙ্গি রাষ্ট্র।
বক্তারা আরও বলেন, দেশের সাথে শেখ পরিবারের রয়েছে অটুট বন্ধন। বঙ্গবন্ধুর মত শেখ হাসিনাকেও বাংলাদেশ থেকে আলাদা করা যাবে না।
নেতাকর্মীদের প্রত্যাশা, খুব দ্রুতই এ আঁধার কেটে দেশে ফিরে আসবে, বাংলাদেশের ৫বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, তানিয়া আফরিন, ইমরানুল হাসান রনি, গোলাম মোস্তফা, খলিফা নাঈম রাশেদ, মাসুদুর রহমান বাবু, শান্ত চন্দ্র দাস, জাহিদ হাসান মুরাদ প্রমূখ।