রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর
বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা একেএম শাহনেওয়াজ, পাংশা মডেল থানার এসআই রাজিব প্রমূখ বক্তব্য রাখেন।
- আরও পড়ুনঃ নড়াইলে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন
স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আ. সালাম সিদ্দিকী। অনুষ্ঠানে কন্যাশিশুর সুরক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।অনুষ্ঠানে কিশোর কিশোরী ক্লাবের শিক্ষকবৃন্দ সংগীত পরিবেশন করেন। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও
গণমাধ্যম কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।