ফিনল্যান্ড আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন পালন করেছে।এ উপলক্ষে শনিবার রাজধানী হেলসিংয়ের একটি হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পরে কেক কেটে আওয়ামী লীগের সভানেত্রীর জন্মদিন পালন করা হয়।
ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাইনুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন,স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত-বিএনপি ষড়যন্ত্র করে দেশের বৈধ সরকার জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করে এবং সারা দেশে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ, মন্দির, মাজার, কবর সহ জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেয়।
জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও মুক্তমনা সাধারন মানুষের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা, সংখ্যালঘু, আওয়ামী লীগের নেতা-কর্মী ও মুক্তমনা নির্যাতন, হত্যা, নৈরাজ্যের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে অবিরত। ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও জাতীয় সংগীত আজ হুমকির সম্মুখীন।বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্র বানানোর পায়তারা করছে বর্তমান ক্ষমতাসীনরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,মহিবুল ইসলাম, সাইফুল ইসলাম, মামুন মোললা, শেখ মাহাবুবর রহমান, মাসুম আহমেদ,সাইফুর রহমান টিনটু, জহরুল হক জুয়েল, মাসরুর রহমান রাব্বি, আরমান হোসেন, আসলাম ভুইয়া,রিপন মৃধা,সারোয়ার খান তূর্য,রিফাত হোসেন, আহসানউল্লাহ, ওয়ালিদ, সাজ্জাদ খান,নুরে আলম, আবিদ হাসান প্রমূখ।
প্রিন্ট