আগামী ২৮ ডিসেম্বর পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি সহ ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমাদানের শেষদিন আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো: আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী পৌর বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আরশেদ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল (বিদ্রোহী), স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান (বিদ্রোহী) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী।
আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন জামা দেয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টারসহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সাইদুর রহমান সহ বিএনপির নেতৃবৃন্দ।
মনোনায়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ১০ ডিসেম্বর। নির্বাচন ২৮ ডিসেম্বর।
প্রিন্ট