কুষ্টিয়ার দৌলতপুরে ৮ কেজি গাঁজা ও ৫৪ বোতল ফেনসিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। ২৭ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৭টার সময় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।
আটকৃত মাদক ব্যবসায়ীরা একই ইউনিয়নের সোনাইকুন্ডি পশ্চিমপাড়া গ্রামের মাবুদ আলী ওরফে মাহাবুলের দুই ছেলে জহুরুল ইসলাম (৪২) ও ফারুক হোসেন (৩৬) এবং কলিম সরদারের ছেলে টিপু সরদার (৪২) ও আনারুল মণ্ডলের ছেলে সজীব মন্ডল (২৮)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানানো হয়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের অভিযানিক দল সোনাইকুন্ডি গ্রামে অভিযান চালায়।
এ সময় ৮ কেজি গাঁজা ও ৫৪ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী জহুরুল ইসলাম (৪২), ফারুক হোসেন (৩৬), টিপু সরদার (৪২) ও সজীব মন্ডল (২৮) কে আটক করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লক্ষ ২ হাজার টাকা।
পরে আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।
প্রিন্ট