রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুরের যাত্রী ছাউনি ভাংচুরের বিচার চেয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মাকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। গত বৃহস্পিতবার প্রদত্ত স্বারকলিপিতে এলাকাবাসীর পক্ষে স্বাক্ষর করেছেন রেজা মন্ডল। সে কালুখালীর মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের বাসিন্দা।
স্বারকলিপিতে এলাকাবাসীর পক্ষে রেজা মন্ডল উল্লেখ করেছেন ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি রাতে মদাপুরের মিজানুর রহমান মজনু,তার ভাই মনজু ও উপজেলা আওয়ামীলীগের ধর্মীয় সম্পাদক মাও. সাদেকুর রহমানের নেতৃত্বে শতাধিক দূর্বত্ত চাঁদপুর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি ভেঙ্গে ফেলে। পরে সাদেকুর রহমান দুর্বত্তদের সাথে দাঁড়িয়ে দোয়া করেন ।
রেজা মন্ডলের দাবী এরা সম্প্রতি সময়ে কালুখালী উপজেলার বিভিন্ন পূজা মন্দিরেও হামলা করতে পারে। তিনি এই দূর্বত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেছেন।