শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ছাত্রদল নেতার বালু উত্তোলনের বিষয়টি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নজরে এলে তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন। লিখিত অভিযোগপত্রে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতেও অনুরোধ করা হয়।
জানা গেছে, আওয়ামী সরকার পতনের পর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুন কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলুয়া এলাকার নোয়াখালী খালের অলি মাঝির খেয়া, নজির মিস্ত্রি খেয়া ও বিডিপি বাজারের খাল এলাকায় ৫টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন শুরু করেন। বালু উত্তোলন বন্ধে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিলে ছাত্রদল নেতা মিজান ফেসবুকে তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যাচার করেন।
কবিরহাট উপজেলা ছাত্রদলের লিখিত অভিযোগে বলা হয়েছে, কবিরহাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুনের অবৈধভাবে বল প্রয়োগের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য নোয়াখালী খাল থেকে ৫টি ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছেন। এর ফলে আশেপাশের জমিতে ভাঙন দেখা দিয়েছে। এতে সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগপত্রে আরও বলা হয়, মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে গত ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অনেক অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুন বলেন, তিনি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে।