ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোববারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ না করলে দুর্বার আন্দোলনের আহ্বান Logo কুষ্টিয়ায় শেখ হাসিনাসহ ৪৬ জনের নামে মাহমুদুর রহমানের মামলা Logo বাগাতিপাড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু Logo কুষ্টিয়ার খোকসায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ Logo বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের নবনির্মিত ৩ তলা ভবনের উদ্বোধন Logo বালিয়াকান্দিতে সনাতন ধর্মাম্বলী নেতৃবৃন্দের সাথে বিগ্রেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমানের মতবিনিময় Logo নড়াইলে নানা আয়োজনে সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত Logo এক পিস ইলিশ ২০০! Logo দেবী দুর্গার আগমন দোলায়, গমন হাতিতে: কী তাৎপর্য আছে এতে? Logo বিচারকের প্রভাব কাজে লাগিয়ে বেপরোয়া ড্রাইভার গড়ে তোলেন সম্পদের পাহাড়
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পাঁচটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলছেন ছাত্রদল নেতা

♦ অবৈধভাবে বালু তোলায় ধসে পড়ছে খালের ♦ পাড় হুমকিতে রয়েছে কৃষিজমি, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ♦ অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ  

-নোয়াখালীর কবিরহাটে ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু |

নোয়াখালীর একটি খাল থেকে কবিরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ অবস্থায় ধসে পড়ছে খালের পাড়। এতে হুমকিতে রয়েছে কৃষিজমি, আশপাশের ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ছাত্রদল নেতার বালু উত্তোলনের বিষয়টি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নজরে এলে তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন। লিখিত অভিযোগপত্রে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতেও অনুরোধ করা হয়।

 

জানা গেছে, আওয়ামী সরকার পতনের পর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুন কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলুয়া এলাকার নোয়াখালী খালের অলি মাঝির খেয়া, নজির মিস্ত্রি খেয়া ও বিডিপি বাজারের খাল এলাকায় ৫টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন শুরু করেন। বালু উত্তোলন বন্ধে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিলে ছাত্রদল নেতা মিজান ফেসবুকে তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যাচার করেন।

 

কবিরহাট উপজেলা ছাত্রদলের লিখিত অভিযোগে বলা হয়েছে, কবিরহাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুনের অবৈধভাবে বল প্রয়োগের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য নোয়াখালী খাল থেকে ৫টি ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছেন। এর ফলে আশেপাশের জমিতে ভাঙন দেখা দিয়েছে। এতে সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগপত্রে আরও বলা হয়, মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে গত ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অনেক অভিযোগ রয়েছে।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুন বলেন, তিনি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে।

-অভিযুক্ত ছাত্রদল নেতা মিজানুর রহমান হারুন।

কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন রিয়াজ ও সদস্য সচিব ইয়াছিন ফরহাদ বলেন, অভিযুক্ত ছাত্রদলের নেতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে লিখিতভাবে জানানো হয়েছে। এখন তারা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠানিক ব্যবস্থা নেবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রোববারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ না করলে দুর্বার আন্দোলনের আহ্বান

error: Content is protected !!

পাঁচটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলছেন ছাত্রদল নেতা

আপডেট টাইম : ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
সময়ের প্রত্যাশা ডেস্ক :
নোয়াখালীর একটি খাল থেকে কবিরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ অবস্থায় ধসে পড়ছে খালের পাড়। এতে হুমকিতে রয়েছে কৃষিজমি, আশপাশের ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ছাত্রদল নেতার বালু উত্তোলনের বিষয়টি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নজরে এলে তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন। লিখিত অভিযোগপত্রে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতেও অনুরোধ করা হয়।

 

জানা গেছে, আওয়ামী সরকার পতনের পর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুন কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলুয়া এলাকার নোয়াখালী খালের অলি মাঝির খেয়া, নজির মিস্ত্রি খেয়া ও বিডিপি বাজারের খাল এলাকায় ৫টি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন শুরু করেন। বালু উত্তোলন বন্ধে ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিলে ছাত্রদল নেতা মিজান ফেসবুকে তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যাচার করেন।

 

কবিরহাট উপজেলা ছাত্রদলের লিখিত অভিযোগে বলা হয়েছে, কবিরহাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুনের অবৈধভাবে বল প্রয়োগের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য নোয়াখালী খাল থেকে ৫টি ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছেন। এর ফলে আশেপাশের জমিতে ভাঙন দেখা দিয়েছে। এতে সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগপত্রে আরও বলা হয়, মিজানুর রহমান হারুনের বিরুদ্ধে গত ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অনেক অভিযোগ রয়েছে।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হারুন বলেন, তিনি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে।

-অভিযুক্ত ছাত্রদল নেতা মিজানুর রহমান হারুন।

কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন রিয়াজ ও সদস্য সচিব ইয়াছিন ফরহাদ বলেন, অভিযুক্ত ছাত্রদলের নেতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে লিখিতভাবে জানানো হয়েছে। এখন তারা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠানিক ব্যবস্থা নেবেন।