ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী সার্বজনীন মহাশ্মশান ঘাটের কালী মন্দিরের অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে শ্মশান ঘাটের অফিস কক্ষের মালামাল চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন শ্মশান রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি শরজিৎ দাস স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মধুখালী থানা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান পরিদর্শন শেষে ইউপি চেয়ারম্যান সাব্বির উদ্দিন শেখ জানান এই ঘটনার আগেও কালি মন্দিরের পাশে থাকা মসজিদ মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে ।
নির্জন এলাকা ও নদীর পাশে এসব ধর্মীয় প্রতিষ্ঠান হওয়ায় মাদক কারবারিদের আনাগোনা বেশি, তবে যারা এই চুরি ঘটনায় জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে দূর্বত্তদের আইনের আওতায় আনবো।
শ্মশান কমিটির কয়েকজন সদস্য জানান, অজ্ঞাত চোরের দল শ্মশানের অফিস কক্ষের তালা ভেঙে পানির পাম্প মেশিন চেয়ার ফ্যান, কুন্তা, কোড়াল, দা, পানির পাম্পের ফিতাসহ বিভিন্ন সরঞ্জাম প্রায় লাখ টাকার জিনিষ নিয়ে গেছে। শ্মশান কমিটির সহ-সভাপতি সরুপ মাষ্টার জানান এর আগেও কয়েকবার শ্মশান ঘাটের কালী মন্দিরের পাশে থাকা এবং মসজিদ ও মাদ্রাসার মালামাল চুরি হয়েছে নদীর পাশে এসব প্রতিষ্ঠান হওয়ায় মাদক সেবনকারীরা এদিকে আনাগোনা বেশি দেখা যায় এই ঘটনায় আমরা থানায় একটি অভিযোগ করেছি পুলিশ এসে শ্মশানের অফিস কক্ষ পরিদর্শন করে গেছে।
এ বিষয়ে মধুখালী থানা তদন্ত অফিস শফিউল আলম বলেন শ্মশান কমিটির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীকে সরজমিনে পাঠিয়েছি তারা আসলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট