ফরিদপুরের আলফাডাঙ্গায় আগুনে বাবলু শেখ ও তার চাচাতো ভাই নান্নু শেখ নামের দুই কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব ওই পরিবার দুটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। দুই পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।
মঙ্গলবার বিকেলে উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পরিবারসূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাবলু শেখের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন বাড়ির অন্য ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পূর্বে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে বাড়ির মূল্যবান আসবাবপত্র,কাপড়চোপড়,তৈজসপত্র,ফসল,নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত নান্নু শেখ জানান, আগুনে তার ঘরে থাকা পাঁচ মণ ধান,২০ মণ পাটসহ ঘরে থাকা সমস্থ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ‘রাতে মাথা গুজার জায়গাটুকু পর্যন্ত শেষ হয়ে গেছে’।
চাচাতো ভাই বাবলু শেখ জানান, ঘরে থাকা পেঁয়াজের দানা ২৮ কেজি, ১০ মণ পাট,১৩ মণ রসুন ও ১২ মণ পেঁয়াজসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আসলাম খন্দকার বলেন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্র পাত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বে এলাকাবাসী আগুণ নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীন সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
প্রিন্ট