ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের সাহের মোল্লার বাজারে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আমিনুল ইসলাম ওরফে বাচ্চু(৩৪) নামে এক ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে ওই বাজারে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু ওই বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন। গাজিটেক ইউপি চেয়াররম্যান মোঃ ইয়াকুব আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাচ্চু ওই ইউনিয়নের দক্ষিণ চর সুলতানপুর গ্রামের বাসিন্দা মোজাহার শেখের দ্বিতীয় পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ একটি পুকুর ভাগাভাগি নিয়ে তার চাচা সালাম শেখের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় ছাহের মোল্লার বাজারে সালাম শেখের পুত্র আজিজ শেখের সাথে নিহত বাচ্চুর বড় চাচা হাসেম শেখের হাতাহাতির ঘটনা ঘটে । বুধবার সকালে আজিজ বাজারে আসলে বাচ্চু দোকান থেকে এগিয়ে গিয়ে তার চাচা হাসেমকে কেন মারধর করার ব্যাপারে জানতে চায়।
এ সময় দুজনের ভিতরে তুমুল বাগবিতন্ডার এক পর্যায়ে আজিজ বাচ্চুকে ছুরিকাঘাত করে। ঘটনার পর পরিবারের লোকজন বাচ্চুকে উদ্ধার করে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানায় তার পরিবারের সদস্যরা।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল গাফফার বলেন প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট