ঢাকা , বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএমডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ Logo কুষ্টিয়ায় অপহরণের শিকার সেই শিশু এখন মায়ের কোলে Logo দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০টি কলেজের পাস করেনি কেউ Logo আল্ট্রাসনোগ্রাম-ইলেকট্রোলাইট অ্যানালাইজার নষ্ট, বাড়তি খরচ রোগীদের Logo যশোর চেম্বারের সাবেক সভাপতির সঙ্গে সজাগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত Logo ফরিদপুর সুপার মার্কেট দোকান মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত Logo ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo মাগুরার শালিখা উপজেলার মদ্যপানে দুই যুবকের মৃত্যু, অসুস্থ এক Logo বোয়ালমারীর বিলচাপাদাহে নৌকা বাইচ অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

গোপালগঞ্জে প্রবাসীর বসতভিটা জবর দখলের চেষ্টা

গোপালগঞ্জে হাশেম মোল্লা নামের এক প্রবাসী ও তার ছোট ভাইদের বসতভিটা ও কৃষি জমি ভূয়া রেকর্ড এর সূত্র ধরে জবর দখল করার চেষ্টা করেছে প্রভাবশালী একটি জালিয়াত মহল। তবে আর এস ও এস এ রেকর্ড এবং ২৪৩৪ ও ৮৪৭ নম্বরের দুইটি দলিল সূত্র বলছে জমির প্রকৃত মালিক হাশেম মোল্লা ও তার চার ভাই নুরালম মোল্লা, কাশেম মোল্লা, জলিল মোল্লা ও জব্বার মোল্লা।

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফুর ইউনিয়নের ১০৭ নম্বর মানিদাহ মৌজার চরমানিকদাহ পুর্ব পাড়া গ্ৰামে।

সরেজমিন পরিদর্শন করে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ভুক্তভোগী প্রবাসী হাশেম মোল্লা দীর্ঘ ২২বছর প্রবাস জীবন শেষে ২০২৩ সালে মার্চ মাসে বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশে এসে জানতে পারেন যে, তার প্রতিবেশী মৃত আকবর আলী মোল্লা ১০৭ নম্বর মানিকদাহ মৌজার ৮৯ নং খতিয়ানের ২৫৫২ দাগের বি আর এস রেকর্ড চলাকালীন সময়ে সার্ভেয়ারদের ম্যানেজ করে
নকল কাগজ পত্র ও মনগড়া দখল দেখিয়ে তার নিজের নাম সহ ভাবি রহিমা খাতুন, ঝর্ণা বেগম, পান্না বেগম ও আন্না বেগমের নামে বি আর এস রেকর্ড করান।

এ বিষয়ে প্রতিকার পেতে এলাকার মুরব্বিদের নিয়ে একাধিকবার শালিস বৈঠক হলেও সমাধান পাননি প্রবাস ফেরত হাশেম মোল্লা। পরবর্তিতে প্রবাস ফেরত হাশেম মোল্লা নিরিপায় হয়ে ছোট ভাই মোঃ জব্বার মোল্লাকে বাদী করে সহকারী জজ আদালত গোপালগঞ্জে রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করেন। রেকর্ড সংশোধনী মামলা নম্বর- ৯২/২০২৩।

হাশেম মোল্লা সাংবাদিকদের আরো জানান, আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম। আমার চার ভাই নুরালম মোল্লা,  কাশেম মোল্লা, জলিল মোল্লা ও জব্বার বাড়িতে থাকতেন। কিন্তু তারা অক্ষর জ্ঞানহীন হওয়ায় ও জায়গা জমি বিষয়ে ভালো না বোঝায় প্রতিবেশী ভূমিদস্যু জালিয়াত আকবর মাষ্টার ও তার চক্র  আমাদের সাথে প্রতারণা করেছে। এখন ওই বানোয়াট রেকর্ডের সূত্র ধরে জালিয়াত চক্রের উত্তরসূরী মিরাজ মোল্লা, বাবুল মোল্লা, রহমত আলী, রাকিব মোল্লা, হান্নান মোল্লা, কচি মোল্লা সহ ঝর্ণা, আন্না ও পান্না বেগম তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে বিভিন্ন ভাবে আমাদের কে দখল থেকে সরাতে চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করছে। আমি ওই বাড়িতে একাই বসবাস করি বিধায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

 

এ বিষয়ে রহিমা খাতুনের ছেলে হান্নান মোল্লা সাংবাদিকদের বলেন, ২৫৫২ দাগের সম্পত্তি আপোষের চুক্তিতে আমাদের নামে বি আর এস রেকর্ড হয়েছে। আমরা কোন জাল জালিয়াতি করিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

বিএমডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ

error: Content is protected !!

গোপালগঞ্জে প্রবাসীর বসতভিটা জবর দখলের চেষ্টা

আপডেট টাইম : ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :

গোপালগঞ্জে হাশেম মোল্লা নামের এক প্রবাসী ও তার ছোট ভাইদের বসতভিটা ও কৃষি জমি ভূয়া রেকর্ড এর সূত্র ধরে জবর দখল করার চেষ্টা করেছে প্রভাবশালী একটি জালিয়াত মহল। তবে আর এস ও এস এ রেকর্ড এবং ২৪৩৪ ও ৮৪৭ নম্বরের দুইটি দলিল সূত্র বলছে জমির প্রকৃত মালিক হাশেম মোল্লা ও তার চার ভাই নুরালম মোল্লা, কাশেম মোল্লা, জলিল মোল্লা ও জব্বার মোল্লা।

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফুর ইউনিয়নের ১০৭ নম্বর মানিদাহ মৌজার চরমানিকদাহ পুর্ব পাড়া গ্ৰামে।

সরেজমিন পরিদর্শন করে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ভুক্তভোগী প্রবাসী হাশেম মোল্লা দীর্ঘ ২২বছর প্রবাস জীবন শেষে ২০২৩ সালে মার্চ মাসে বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশে এসে জানতে পারেন যে, তার প্রতিবেশী মৃত আকবর আলী মোল্লা ১০৭ নম্বর মানিকদাহ মৌজার ৮৯ নং খতিয়ানের ২৫৫২ দাগের বি আর এস রেকর্ড চলাকালীন সময়ে সার্ভেয়ারদের ম্যানেজ করে
নকল কাগজ পত্র ও মনগড়া দখল দেখিয়ে তার নিজের নাম সহ ভাবি রহিমা খাতুন, ঝর্ণা বেগম, পান্না বেগম ও আন্না বেগমের নামে বি আর এস রেকর্ড করান।

এ বিষয়ে প্রতিকার পেতে এলাকার মুরব্বিদের নিয়ে একাধিকবার শালিস বৈঠক হলেও সমাধান পাননি প্রবাস ফেরত হাশেম মোল্লা। পরবর্তিতে প্রবাস ফেরত হাশেম মোল্লা নিরিপায় হয়ে ছোট ভাই মোঃ জব্বার মোল্লাকে বাদী করে সহকারী জজ আদালত গোপালগঞ্জে রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করেন। রেকর্ড সংশোধনী মামলা নম্বর- ৯২/২০২৩।

হাশেম মোল্লা সাংবাদিকদের আরো জানান, আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম। আমার চার ভাই নুরালম মোল্লা,  কাশেম মোল্লা, জলিল মোল্লা ও জব্বার বাড়িতে থাকতেন। কিন্তু তারা অক্ষর জ্ঞানহীন হওয়ায় ও জায়গা জমি বিষয়ে ভালো না বোঝায় প্রতিবেশী ভূমিদস্যু জালিয়াত আকবর মাষ্টার ও তার চক্র  আমাদের সাথে প্রতারণা করেছে। এখন ওই বানোয়াট রেকর্ডের সূত্র ধরে জালিয়াত চক্রের উত্তরসূরী মিরাজ মোল্লা, বাবুল মোল্লা, রহমত আলী, রাকিব মোল্লা, হান্নান মোল্লা, কচি মোল্লা সহ ঝর্ণা, আন্না ও পান্না বেগম তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে বিভিন্ন ভাবে আমাদের কে দখল থেকে সরাতে চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করছে। আমি ওই বাড়িতে একাই বসবাস করি বিধায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

 

এ বিষয়ে রহিমা খাতুনের ছেলে হান্নান মোল্লা সাংবাদিকদের বলেন, ২৫৫২ দাগের সম্পত্তি আপোষের চুক্তিতে আমাদের নামে বি আর এস রেকর্ড হয়েছে। আমরা কোন জাল জালিয়াতি করিনি।