ফরিদপুরের সালথা উপজেলায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে অংশীজনের অবহিতকরণ ও তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ব্যবস্থাপনায় শুক্রবার (১১ই জুন) বেলা ১০টায় সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (প্রশাসন) আবুল বায়েছ মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) সায়লা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস. এম. ইমাম রাজী (টুলু), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।
কর্মশালায় বক্তারা অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে অংশীজনের অবহিতকরণ ও তথ্য অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রিন্ট