ফরিদপুরের মধুখালীতে “মিলগেট বাজার বণিক সমিতির” আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪) বিকাল ০৪ ঘটিকায় ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে তারা হলেন, মিলগেট বাজার সভাপতি একাদশ বনাম মিলগেট বাজার সাধারণ সম্পাদক একাদশ। উক্ত খেলায় সভাপতিত্ব করেন মোঃ লিয়াকত হোসেন, অর্থ সম্পাদক (মধুখালী উপজেলা বিএনপি)। খেলায় উপস্থিত ছিলেন, মোঃ শাহাবুদ্দিন আহমেদ সাতেজ, (সাবেক ভি পি, মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজ ও সভাপতি মধুখালী পৌর বিএনপি)। মোঃ আব্দুল আলিম মানিক, (সাবেক ভি পি, মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজ ও সহ-সভাপতি জেলা যুবদল) ফরিদপুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় ১-০ গোলে সভাপতি একাদশ জয় লাভ করে। খেলাটি দেখতে শত শত মানুষের সমাগম ঘটে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন।