কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ময়দান ক্যাম্পে এলাকা থেকে হারুন নামের এক ভারতীয় যুবককে আটক করেছে ময়দান সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত বিজিবি।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর (শুক্রবার) রাত আনুমানিক ৯ টার সময় বাঁশঝানি বাজার থেকে হারুন নামের এক ভারতীয় যুবককে আটক করছে ময়দান ক্যাম্পের টহলরত বিজিবি। ওই যুবককে হেফাজতে রেখেছে ময়দান সীমান্ত ফাঁড়ির বিজিবি৷
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুর সবুর জানান, উক্ত যুবকের বাড়ি সীমান্তবর্তী হওয়ায় সে মাঝে মধ্যে বাঁশঝানী বাজারে আসে। ছেলেটির বাবা মারা গেছে গরিব মানুষ, মাকে নিয়ে কষ্ট করে দিন কাটায়। ক্যাম্প সুবেদারের সাথে কথা বলেছি সে যদি কোন দোষ করে না থাকে ছেরে দেওয়ার জন্য বলেছি।
এবিষয়ে বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান আটক এর বিষয়টি নিশ্চিত হয়ে বলেন, আমরা এখন যাচাই-বাছাই করতেছি যাচাই-বাছাই করার পর দেখব । আসলে সে কোন স্মাগলিঙ্ক বা অন্য কোন সাথে জড়িত আছে কিনা। যদি জড়িত থাকে তাহলে তাকে থানায় দিব, জড়িত না থাকে তাহলে আমরা ফ্লাগ মিটিং করে হ্যান্ড ওভার করব।