রাজবাড়ীর কালুখালী উপজেলার পাতুরিয়া যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পাতুরিয়া যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনিপর সাবেক সাংগঠনিক সম্পাদক কে,এম আইনুল হাবিব।
উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাতুরিয়া যুব সংঘের সভাপতি মোঃ আক্কাস আলী মোল্লা।
উদ্বোধন অনুষ্ঠানে রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক খোন্দকার মোস্তাফিজুর রহমান, কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সুরুজ আলী মুন্সী, সাওরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন মোল্লা, হাসমত আলী মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, সদস্য সচিব ডাঃ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় মাগুরা জিসান জিনিয়া ৬-১ গোলে রাজধরপুর ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন নজরুল ইসলাম।