রাজবাড়ী জেলা থেকে প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠ’র প্রকাশক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রাজবাড়ীর সর্বস্তরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার সময় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে পুলিশ সুপারের নিকটও স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হক। এসময় রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এম. মনিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য এম. দেলোয়ার হোসেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসহাক, সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ শিহাবুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কবির হোসেন, এসএ টিভির রাজবাড়ী প্রতিনিধি সাজিদ হোসেন, চ্যানেল টুয়েন্টি ফোরের রাজবাড়ী প্রতিনিধি সুমন বিশ্বাস, সময় টিভির রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান, একাত্তর টিভির রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসান, যমুনা টিভির রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান, দৈনিক তৃতীয় মাত্রার রাজবাড়ী প্রতিনিধি শেখ রনজু আহম্মেদ, মোহনা টিভির রাজবাড়ী প্রতিনিধি ইউসুফ মিয়া, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, নিউজ টুয়েন্টি ফোরের রাজবাড়ী প্রতিনিধি মিঠুন গোস্বামী, গ্লোবাল টিভির রাজবাড়ী প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, দৈনিক ইনকিলাবের রাজবাড়ী প্রতিনিধি নজরুল ইসলাম, আনন্দ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি কামাল হোসেন, বিজয় টিভির রাজবাড়ী প্রতিনিধি শেখ আলী আল মামুন, দৈনিক আমার সংবাদের রাজবাড়ী প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, মাছরাঙা টিভির রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মনিম, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মাসুদ রেজা শিশির, ইন্ডিপেন্ডেন্ট টিভির রাজবাড়ী প্রতিনিধি শামীম রেজা, চ্যানেল এস এর রাজবাড়ী প্রতিনিধি শাহীন, দৈনিক মাতৃকন্ঠের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম, মোরশেদ আলম মালেক, বিডি আওয়ারের প্রতিনিধি শাহীন মন্ডল, দৈনিক দিনকালের রাজবাড়ী প্রতিনিধি ডিএম ফাহিমুর রহমান, দৈনিক জনবানীর রাজবাড়ী প্রতিনিধি জাকির হোসেন, আজকের আলোর প্রতিনিধি আসলাম হোসেন, জনতার আদালতের প্রতিনিধি সজিবুর রহমান, রাজধানী টিভির আল আমিন খোকন, রুপসী বাংলা টিভির টিটুল, দৈনিক অভিযোগ বার্তার বিপ্লব, দেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাব্বির হোসেন, দৈনিক গণমুক্তির রাজবাড়ী প্রতিনিধি আতিয়ার রহমান, সময়ের কন্ঠস্বরের রাজবাড়ী প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, দ্যা ডেইলি ট্রিবিউনের রাজবাড়ী প্রতিনিধি বিধান কুমার, সত্য কথার বাংলাদেশের রাজবাড়ী ব্যুারো প্রধান জামাল আলী মেহেদী, বিডি টাইম নিউজের রাজবাড়ী প্রতিনিধি সিনান আহম্মেদ শুভ, তৃতীয় মাত্রার বালিয়াকান্দি প্রতিনিধি সোহেল খান, দেশের কন্ঠের রাজবাড়ী প্রতিনিধি রফিকুজ্জামান, দৈনিক খবরের রাজবাড়ী জেলা প্রতিনিধি আসহাবুল ইয়ামিন রয়েন, জি টিভির রাজবাড়ী প্রতিনিধি ইমরান খান, দিপ্ত টিভির রাজবাড়ী প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক দেশবাংলার রাজবাড়ী প্রতিনিধি বাবলু শেখ, দৈনিক সরজমিন প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম, বাংলাদেশের আলোর রাজবাড়ী প্রতিনিধি রাসেল মিয়া, দৈনিক আমাদের কন্ঠের রাজবাড়ী প্রতিনিধি তানজিনুল ইসলাম শ্রাবন, দৈনিক দেশরুপান্তরের রাজবাড়ী প্রতিনিধি আঃ হালিম বাবু, দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি আজমল হোসেন, দৈনিক সোনালী কন্ঠের রাজবাড়ী প্রতিনিধি জয়নাল
আবেদন, দৈনিক নয়া দিগন্তের গোয়ালন্দ প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাস, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আমিনুল ইসলাম রানা, দৈনিক আমার সংবাদের গোয়ালন্দ প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক ভোরের আকাশের রাজবাড়ী জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, খোলা কাগজ প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব, আজকালের খবরের প্রতিনিধি লুৎফর রহমান সোহাগ, আমাদের রাজবাড়ীর স্টাফ রিপোর্টার নাহিদুল ইসলাম ফাহিম, দৈনিক আলোর সময়ের রাজবাড়ী প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক রাজবাড়ী কন্ঠের সমির কুমার পাল, ভোরের কাগজের রাজবাড়ী সদর প্রতিনিধি রেজোয়ান হোসেন, সকালের সময়ের প্রতিনিধি সমির কান্তি বিশ্বাস, এশিয়ান টিভির আল আমিন হোসেন, ঢাকা মেইলের রাজবাড়ী প্রতিনিধি কাজী তানভীর, আনিসুর রহমান, নেহাল আহম্মেদ, দৈনিক চিত্রের রাজবাড়ী প্রতিনিধি আবু সাঈদ, প্রতিদিনের বাংলাদেশের রাজবাড়ী প্রতিনিধি শাখাওয়াত হোসেন সোহান, আমাদের রাজবাড়ীর কালুখালী প্রতিনিধি শহিদুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি সাহিদা পারভীন, মাতৃকন্ঠের প্রতিনিধি জুয়েল সরদার, দৈনিক ভোরের চেতনার রাজবাড়ী প্রতিনিধি শহিদুল আলম মিয়া মিলন, দৈনিক বায়ান্ন’র রাজবাড়ী প্রতিনিধি আমিরুল হক, দৈনিক ভোরের আলোর প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক আইন বার্তার প্রতিনিধি আদম আলী, দৈনিক জনতার আদালতের প্রতিনিধি ইমদাদুল হক রানা, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জাহিদুর রহিম, দৈনিক জবাবদিহির প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক জাগো কন্ঠের প্রতিনিধি রফিকুল ইসলাম সহ জেলার ৫টি উপজেলার শতাধিক প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলেন, রাজবাড়ী জেলা থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান পত্রিকাটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দলনিরপেক্ষ একটি সংবাদ পত্রের পৃষ্ঠপোষকতা করে আসছেন। শুধুমাত্র পত্রিকার প্রকাশনাই নয়, একজন নিঃস্বার্থ সমাজ সেবক এবং অরাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি এতদ্বঞ্চলের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সহ জনহিতকর কর্মকান্ড পরিচালনা করে আসছেন। এমনকি সাম্প্রতিক সময়ে সংঘটিত “ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন” গত ৫ আগস্ট তিনি রাজধানী ঢাকার উত্তরায় সক্রিয় অংশগ্রহণ, নিজের অর্থে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মধ্যে খাবার পানি ও কোমল পানীয় বিতরণ এবং রাজধানী ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে শাহাদতবরণকারী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বীর ছাত্র শহীদ সাগরের কবর জিয়ারত এবং তার কবরের পাশে একটি স্মৃতিজ্ঞ ও তোরণ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।
কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সত্রিনয় সমর্থক হিসেবে বিভিন্নভাবে অংশগ্রহণের পরও একটি স্বার্থান্বেষী মহল ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করার মানসে প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানকে উদ্দেশ্যমূলক রাজধানী ঢাকার মিরপুর, সাভার থানার দু’টি মামলায় আসামীর শ্রেণীভূক্ত করা হয়েছে। এছাড়া রাজবাড়ীর কালুখালী সহ বিভিন্ন থানায় বিভিন্ন ব্যক্তিকে দিয়ে কাল্পনিক ঘটনা উল্লেখে মামলা দায়েরের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে আমরা রাজবাড়ীর সাংবাদিক সমাজ সুস্পষ্টভাবে বলতে চাই, ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কোন ব্যক্তি জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা দায়ের সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আমাদের কোন কথা নেই। কিন্তু কোন ঘটনার সাথে ন্যূনতম সম্পৃক্ততা নেই এমন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় আমরা হতবাক ও বিস্মিত। কারণ প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান নিজের চোঁখের চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত দেশের বাইরে অবস্থান করেন এবং উমরা হজ্ব পালনের উদ্দেশ্যে গত ৬ আগস্ট থেকে ১২ আগস্ট’ পর্যন্ত সময়কাল দেশের বাহিরে অবস্থান করেন। কিন্তু দেশের বাইরে অবস্থানকালীন সময়ের ঘটনা উল্লেখে মামলা দায়ের ও আসামীর শ্রেণীভুক্ত করার ঘটনা সত্যিই অনভিপ্রেত। রাজবাড়ীর সাংবাদিক সমাজের পক্ষ থেকে এহেন ঘটনার তীব্র নিন্দা এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে উল্লেখিত মামলা সমূহ থেকে অব্যাহতির দাবী জানাচ্ছি। নইলে আইনের শাসন ও ন্যায় বিচার বাধাগ্রস্ত হয়ে পড়বে।
প্রিন্ট