ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সের ভুলে তিনদিন বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাভির ইনজেকশন হাতের শিরায় পুশ করার কারণে শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা ৷
শিশুটির বাবা সাব্বির হোসেন ঠাকুরগাঁও পৌরশহরের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।
শিশুটির বাবা সাব্বির হোসেন বলেন, ১৫ তারিখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে হাসপাতালে ভর্তি করি ৷ সোমবার বাচ্চাটা বেশি অসুস্থ হয়ে পড়ে। নার্সদের ডেকে আনলে চিকিৎসক সানিকোর্ড (Sanicord)নামে একটি ওষুধ নিয়ে আসতে বলেন। ওষুধটি আনলে একজন নার্স সেই ওষুধ সিরিঞ্জে করে বাচ্চার হাতের ক্যানলাতে পুশ করেন৷ এতে কিছুক্ষণের মধ্যেই আমার সন্তানটি মারা যায়। আমরা এর বিচার চাই৷
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, খবর পেয়ে শিশু ওয়ার্ডে যাই ৷ তিনদিন বয়সী শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ৷