ফরিদপুরে সমাজতান্ত্রিক শিক্ষা ফন্টের উদ্যোগে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উপলক্ষে উক্ত কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি বিপ্লব রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রসংঘের সাবেক সংগঠক সজল বাড়ৈ, সংগঠক শুভ দে, কার্যকরী সদস্য বিশাল দাস, মোহাম্মদ জামিল। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন শিক্ষা হোক সর্বজনীন ও একমুখী তা না হলে শিক্ষা ব্যবস্থা আবারও পিছিয়ে পড়বে । দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে । দেশে বেকারত্ব বাড়বে। তারা বলেন একটি সুন্দর বাংলাদেশকে গড়তে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এছাড়া ফরিদপুরে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় নির্মাণ, শিক্ষা বাণিজ্য বন্ধ এবং ধনী গরীব বৈষম্যর শিক্ষানীতি বাতিল করার দাবি জানানো হয়।