জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে ১৬ই সেপ্টেম্বর ২০২৪ সোমবার সকাল সাড়ে ১১ টায় অত্র মাদ্রাসার হল রুমে কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি ও উক্ত মাদ্রাসার সাবেক সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অত্র অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উল্লেখিত মাদ্রাসার সুপার আব্দুল আলিম।
সহ সুপার আব্দুল মালেকের সঞ্চালনায় অত্র অনুষ্ঠানে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর “জীবন বৃত্তান্ত তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি আব্দুল করিম সরকার, সাবেক সহ সুপার মাওলানা নাজিম উদ্দিন, সাবেক সহকারি মাওলানা আব্দুস সালাম, শিক্ষক আজিমউদ্দিন ও মাদ্রাসার সাবেক সদস্য তোফাজ্জল হোসেন মন্ডল সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে দাতা সদস্য সহ সকলের উদ্দেশ্যে দোয়া করা হয়। এ সময় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী,শিক্ষার্থী, মৃত দাতা সদস্য গণের ওয়ারিশ, সাবেক সভাপতি ও সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।