ফরিদপুরের নগরকান্দায় গৃহবধূর নাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে গৃহবধুর বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়। গৃহবধুর নাম ফাতেমা বেগম (২২)। সে উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রীরাম পট্টি গ্রামের বিল্লাল মাতুব্বরের স্ত্রী।
পারিবারিক সূত্র জানা গেছে, বিল্লাল মাতুব্বর ২ বছর আগে পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার বড় মুচকুনি গ্রামের নূরা ফকিরের কন্যা ফাতেমা বেগমকে পারিবারিক মতে বিবাহ করেন। বিবাহের পর থেকেই তাদের মাঝে কলহ চলে আসছিল।
ঘটনার দিন রবি বার দুপুরে স্বামীর সঙ্গে ঝগড়া হয়। পরে স্বামী বিল্লাল মাতুব্বর বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী তালপট্টি বাজারে যায়। এরপর বিকালে স্ত্রী ফাতেমা বেগম ক্ষোভে নিজ ঘরের আড়া র সঙ্গে ঝুলে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী বলেন, সংবাদ পেয়ে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে ল পাঠানো হচ্ছে। এটা হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।