আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে খাগড়াছড়িতে বিনা পয়সায় মেধাবীদের শিক্ষাখাতে নিয়োগ দেয়া হবে। বলেছেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
আজ শনিবার দুপুরে খাগড়াছড়িতে জেলা জিয়া পরিষদের উদ্যোগে পৌর টাউন হল মিলনায়তনে আয়োজিত এক সম্প্রীতি সমাবেশে এ কথা বলেন প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া।
এ সময় তিনি অভিযোগ করেন, পাহাড়ে লাখ লাখ টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ দিয়ে যোগ্য ও মেধাবীদের বঞ্চিত করেছে শেখ হাসিনার দোসররা। সরকার পতনের পর সকল সম্প্রদায়ের নিরাপত্তার জন্য মন্দির, বিহার পাহারা দিয়েছে বলে এমন কথাও বলেন তিনি।
জেলা জিয়া পরিষদের সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছারসহ অনেকে বক্তৃতা দেন।