গত কাল ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন(ইপিবিএ) এর প্রতিনিধি দলের সাথে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয় এর সচিব জনাব মোঃ রুহুল আমিন এর একটি বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন (ইপিবিএ) এর মহাসচিব ইঞ্জিঃ ওসমান হোসাইন মনিরের নেতৃত্বে প্রতিনিধি দলটি সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রবাসী স্বার্থ রক্ষা সংশ্লিষ্ট স্মারকলিপি সচিব মহোদয়ের নিকট হস্তান্তর করেন।
বৈঠকে ইপিবিএ মহাসচিব জনাব ইঞ্জিঃ ওসমান হোসাইন মনির সচিব মহোদয়কে প্রবাসীদের সুবিধা অসুবিধার কথা সবিস্তারে বর্ণনা করেন ও প্রবাসীদের দাবি সমূহ উত্থাপণ করেন। এসময় সচিব মহোদয় দাবি সমূহের সাথে সংহতি প্রকাশ করেন ও অতিদ্রুত এগুলো সমাধানের আশ্বাস দেন। তিনি জানান এসব বিষয়ে তিনি ইতোমধ্যে অবগত আছেন এবং আরও বিষয় তিনি সংযোজনের প্রয়োজনিয়তা লক্ষ্য করেছেন।
তিনি আরও জানান, বিনা খরচে প্রবাসীদের লাশ দেশে আনায়ন সহ বেশ কিছু দাবি দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ বিধায় এখনই সুরাহা করা সম্ভব হচ্ছে না তবে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয় প্রবাসীদের স্বার্থ গুরুত্ব সহকারে বিবেচনা করছে।
ফ্রান্সে বাংলাদেশী প্রবাসিদের বহুল আকাঙ্খিত কোন কার্যকর প্রবাসী উইং না থাকার বিষয়ে তাঁকে অবহিত করা হলে তিনি লেবার উইং খোলার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। এসময় তিনি বৈদেশিক মুদ্রা অর্জনের পেছনে প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে তাদের ভূয়সী প্রশংসা করেন। বিমান বন্দরে প্রবাসীদের সকল প্রকার হয়রানি বন্ধ ও সম্মানজনক আচরণের আশ্বাসও প্রদান করেন।
প্রিন্ট