ফরিদপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১-৩০ মিনিটে শহরের গোয়ালচামটের অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা, সদর উপজেলা, শহর শাখা এবং ফরিদপুর জেলা যুব ঐক্য পরিষদের উদ্যোগে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহার সভাপতিত্বে এবং জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক, ফরিদপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তুষার কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ডা: প্রকাশ স্বরুপ রায় অপু, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, সহ প্রচার সম্পাদক সম্পাদক গোপাল মজুমদার, কোষাধ্যক্ষ শংকর কর্মকার, মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট প্রীতি কনা রাহা সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিংকর, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার দেবাশীষ সাহা বাপ্পি।
এ সময় বিভিন্ন মন্দিরের পূজা কমিটির পক্ষে বক্তব্য রাখেন দুর্গা প্রসাদ সাহা, দীপন কুমার ঘোষ, মনোজ কুমার সাহা। এছাড়া বিভিন্ন উপজেলার পূজা কমিটির নেত্ববৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাবু সুভাষ কুমার, অ্যাড: বঙ্কিম চৌধুরী, প্রবীর কুমার বিশ্বাস, অরুন কুমার সাহা , জগদীশ চন্দ্র মালো প্রমূখ।
সভায় ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের উপর হয়রানি মুলক ও মিথ্যা মামলা দায়ের করার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা সকলেই দুর্গা পূজার আগেই উক্ত মামলা প্রত্যাহারের জন্য অন্তবর্তী কালীন সরকার নিকট জোর দাবি জানান।
বক্তারা বলেন আমরা সকলেই এই বাংলাদেশের নাগরিক। আর তাই আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তারা হিন্দু সম্প্রদায়ের জান মাল রক্ষায় অন্তবর্তীকালীন সরকারের এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান।
বক্তারা শারদীয় দুর্গাপূজায় মন্দির গুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা করার জন্য মন্দির কর্তৃপক্ষের বলেন। একই সাথে শারদীয় দুর্গাপূজা যাতে ভালোভাবে সম্পন্ন হয় সেজন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।