jelদেশের এই ক্লান্তিলগ্নে বিএনপির নাম ভাংগিয়ে এলাকায় যারা চাঁদাবাজি, দখলবাজি ও নৈরাজ্য সৃষ্টি করবে তাদের ধরে পুলিশে দিন। জনমনে স্বস্তি ফেরাতে প্রয়োজনে নিজেদেরকে পুলিশের দ্বায়িত্ব পালনের আহ্বান জানালেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব সাইফুর রহমান রানা। খুনী হাসিনার ফাঁসির দাবিতে সমাবেশে এ আহ্বান জানান তিনি।
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর সকালে নাগেশ্বরী উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, উপজেলা সভাপতি নুর নবী দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, উপজেলা যুব দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান লেবু পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাইয়ুম , বামন ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুগ্ম আহবায়ক মোঃ মিনারুল ইসলাম, পৌর আহবায়ক আজিজুল হক, সদস্য সচিব আল আমিন হক রবি প্রমুখ
বিক্ষোভে উপজেলার ১৪ টি ইউনিয়নের বিএনপি অঙ্গসংগঠনের নেতা-কর্মী মিছিলযোগে অংশ নেয়। সমবেত মিছিলটি কয়েকটি অংশে শহর প্রদক্ষিন শেষে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এসময় উপজেলা যুবদল ও ছাত্রদলের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।