পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রসার সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদের নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।
সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রাসা চত্বরে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের জনসাধারণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, আলহাজ্ব গোলবার হোসেন, জাহের আলী সরদার, বর্তমান ইউপি সদস্য আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমূখ।
বক্তরা অভিযোগ করে বলেন, হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রাসা’য় সভাপতি থাকা কালীন রাসেল আহম্মেদ প্রায় ৭০ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য হাতিয়ে নিয়েছে এছাড়া নানা অনিয়ম, দূর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতা করেছে। বক্তারা আরো বলেন, ক্ষমতার জোরে সভাপতি হয়েছেন। মানববন্ধনে এলকাবাসী এ সকল অনিয়মের প্রতিবাদ ও বিচার দাবি করেন।
এ বিষয়ে মাদ্রাসার বর্তমান সুপার মাওলানা মো ওসমান গণী বলেন, আমি তখন এই মাদ্রসার সহকারী শিক্ষক হিসেবে চাকুরিরত ছিলাম। তখন এই মাদ্রাসায় সুপার হিসেবে দায়িত্বে ছিলেন মাওঃ মোঃ আব্দুস সামাদ আজাদী ও সভাপতি হিসেবে রাসেল আহম্মেদ ছিলেন। সে সময় তারা সুপার, দুইজন শিক্ষক, পিয়ন, আয়া ও নাইট গার্ড পদে নিয়োগ দিয়েছেন।
প্রিন্ট