আজ (৫ সেপ্টেম্বর) নরসিংদী সদর উপজেলা মোড়ে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
উক্ত সভায় নরসিংদীর সাপ্তাহিক চেতনা পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপুর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা জাসাসের আহবায়ক সারোয়ার হোসেন ঝন্টু, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক মিয়া, প্রচার সম্পাদক শরিফ মিয়া, ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, আনন্দ টিভির ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলাম, বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন (নীলু), সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা.শরিফ, সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা (বাবুল), এড, সারোয়ার , নরসিংদীর সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান (পিটু), দৈনিক দেশের পত্র পত্রিকা প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি ও দৈনিক গুপ্তচরের সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম (সুমন), দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আলম মৃধা, দৈনিক অগ্নিশিখা পত্রিকার প্রতিনিধি মোঃ কাউসার, সাংবাদিক বাদল, সাংবাদিক মইনুদ্দিন, সাংবাদিক মুখলেছুর রহমান, সাংবাদিক স্বপন, সাংবাদিক গোপাল।
এছাড়াও বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের ছাত্র- ছাত্রীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।