রাজশাহীর তানোরে বাশির উদ্দীন নামের এক যুবদল নেতাকে পিটিয়ে প্রায় আড়াই লাখ ৫০ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তানোরের হেলমেট বাহিনীর সদস্য ও নামধারী যুবলীগ নেতারা এই ছিনতাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বাশির উদ্দীন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও ৩ জনকে অজ্ঞাত মোট ৬ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে প্রকাশ, গত সোমবার দিবাগত রাতে উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) নয়টিপাড়া গ্রামে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাশির কলমা ইউপি যুবদলের আহবায়ক কমিটির সদস্য। তার বাড়ি রামনাথপুর গ্রামে। ছিনতাইকারিদের মারপিটে গুরুত্বর জখম বাশির উদ্দীন তানোর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী বাশির বলেন, বিগত ২০১৮ সাল থেকে মারুফ, জুম্মন ও সুমন আলীসহ আরো কয়েকজন নাশকতা মামলার আসামি করার ভয় দেখিয়ে প্রতি মাসে তারা মোটা অঙ্কের টাকা নিতেন। গত আগস্ট মাসের শুরুতে তারা আমার কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করেন না দিলে তাকে নাশকতা মামলায় আসামি করার হুমকি দেন। কিন্ত্ত তিনি এতো টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।
এদিকে গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। তারপরেও তারা তার কাছে চাঁদা দাবি করে আসছিল। গত সোমবার রাতে কলমা বাজার নিজ দোকান বন্ধ করে প্রায় আড়াই লাখ টাকা নিয়ে বাশির বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথের মধ্যে নয়টিপাড়া গ্রামের জনৈক রাজ্জাকের বাড়ির কাছে পৌছামাত্র আসামিরা তার পথরোধ করে চাঁদা দাবি করে। তিনি দিতে অস্বীকার করলে তাকে এলোপাথাড়ি মারপিট ও মোটরসাইকেল ভাঙচুর করে আসামিরা টাকা ছিনিয়ে নেই। কলমা বাজারে বাশিরের বাশির স্টোর নামে মাছের ফিড, খৈল (উচ্চ ফলনশীল অনুখাদ্য, লমিনাস কোম্পানির ডিলার) দোকান রয়েছে।
স্থানীয়রা জানায়, পূর্ব থেকেই বাশিরকে টার্গেট করেছিল হেলমেট বাহিনী। তারা বাশিরকে হত্যার করার জন্য বেধড়ক মারপিট করেছে। সংবাদ পেয়ে গ্রামের ও দলের লোকজন এসে উদ্ধার করে বাশিরকে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। বাশির এখানো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#