মঙ্গলবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় ওয়াটসন কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মানব সম্পদ উন্নয়নে গ্রামীন পানি সরবরাহ,স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত ওরিয়েন্টেশনের আয়োজন করে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
ওরিয়েন্টেশন কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
- আরও পড়ুনঃ শ্যামনগরে দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ সচেতনতা প্রচারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সেচ্ছাসেবী দল গঠন
কর্মসুচিতে জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন চন্দ্র শীল, উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাস, সমবায় কর্মকর্তা আ. জব্বার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক প্রমুখ বক্তব্য রাখেন।