ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইয়াকিম মোল্লা (৩০) নামক এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৭-১০ মিনিটে সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।
তার পিতার নাম আক্কাস মোল্লা, সাং -ধোপা কান্দি, থানা কোতোয়ালি বলে জানা যায়।
জানা গেছে, ফরিদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের নতুন বাসস্ট্যান্ডের সামনে জনৈক বিল্লালের চায়ের দোকানের সামনে পাকা সড়কে উক্ত সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় । এরপর স্থানীয় লোকজনের মাধ্যমে ৯৯৯ এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার উপর লাশ পেয়ে তাদের হেফাজতে নেন।
লাশের সনাক্তকারী ও সাক্ষীদের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রস্তুত করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।