ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে বক্কার খান (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বক্কার খান উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জঙ্গুরদি গ্রামের বাবু খানের ছেলে বলে জানা গেছে।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে বিলের পানির মধ্য থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন।
জানা গেছে মঙ্গলবার সকাল ৮ টার দিকে বাড়ির পাশে বিলের মধ্যে গরুর জন্য ঘাস কাটতে যায় বক্কার খান। বিকাল হলে ও বাড়িতে ফিরে না আসার পরিবার লোকজন তাকে খোঁজাখুঁজি করে। পরে সন্ধ্যার কিছুক্ষণ আগে বাড়ির পাশে বিলের নুরইসলামের জমিতে পানির নিচে তার লাশ খুঁজে পায়।
নিহতের ভাই গফ্ফার খান বলেন গরুর জন্য ঘাস আনতে ডোঙ্গা নিয়ে বিলের মধ্যে যায়। সে সময় বৃষ্টির মধ্যে ঘনঘন বজ্রপাত হচ্ছিল ।বজ্রপাতে আমার ভাই মারা যায়।জানাজা শেষে গ্রামের কবর স্হানে নিহতের দাফন সম্পুর্ন করেন।