মাগুরা শালিখায় দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ ১ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩টায় শালিখা সাংবাদিক ইউনিট অফিসে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়।
এ উপলক্ষে শালিখা সাংবাদিক ইউনিটের সভাপতি মোঃকামরুজ্জামান অন্তর এর সভাপতিত্বে দৈনিক সময়ে প্রত্যাশা শালিখা প্রতিনিধি মোঃশামছুর রহমানের পরিচালনায় আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আলোচনা সভায় প্রধান বক্তা মোঃকামরুজ্জামান অন্তর নিউজ ২১ চ্যানেল মাগুরা জেলা প্রতিনিধি ও শালিখা সাংবাদিক ইউনিট সভাপতি দৈনিক সময়ে প্রত্যাশা প্রত্রিকার সাফল্যতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা গ্রামের কাগজের প্রতিনিধি মোঃরবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শালিখা সাংবাদিক ইউনিট, সাংবাদিক জাকির হোসেন সহ সভাপতি শালিখা সাংবাদিক ইউনিট, দৈনিক প্রভাত ফেরী বাঘারপাড়া উপজেলা প্রতিনিধি মোঃসজীব আহম্মেদ মিসকাত, মানবাধিকার কর্মী মোঃ সোহেল রানা এবং শালিখা সাংবাদিক ইউনিটের সহ সম্পাদক মোঃ রোকনুজ্জামান।