নোয়াখালীর চাটখিল উপজেলায় মরহুম হাজী জিয়াউল হক ফাউন্ডেশন এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার খিলপাড়া ইউনিয়ন এর নাহারখিল এবং ইটপুকুরিয়া গ্রামে ত্রাণ বিতরণ করা হয়।
বিশিষ্ট সমাজসেবক ও মরহুম হাজী জিয়াউল হক ফাউন্ডেশন প্রতিষ্ঠা চেয়ারম্যান সাইফুল ইসলাম ভূঁইয়ার অর্থায়নে নোয়াখালী বন্যা দুর্গত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান বিতরণ করেন। প্রায় ৫০০ পরিবারের জন্য শুকনো খাবার এবং চাল সহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে, প্রতি ব্যাগে চাল ৩ কেজি, ১ কেজি ডাল, তেল, আধা কেজি , চিড়া, মুড়ি, স্যালাইন, প্যারাসিটামল, বাচ্চাদের জন্য নাপা সিরাপ, পানি, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট এই জিনিস গুলো দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মাহমুদুল হাসান রনি এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।