‘সচেতন নাগরিক সমাজ-হাতিয়া’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩১ আগস্ট) বিকেলে নোয়াখালীর হাতিয়া পৌরসভা আর্শ্বাদ আলী মিয়াজী জামে মসজিদ প্রাঙ্গণে সংগঠনের সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচির এই আয়োজন করেন।
অনুষ্ঠানে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার দিক তুলে ধরে আলোচনা করেন সচেতন নাগরিক সমাজ-হাতিয়া”র সাধারণ সম্পাদক মাওলানা মো: মহিব্বুল মাওলা, যুগ্ম সম্পাদক মাওলানা নিয়াজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছায়েদ আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে মসজিদ প্রাঙ্গণে বনজ ও ফলজ গাছ রোপণ করা হয় এবং বাগানচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।