বিসমিল্লাহ্ শাহ্ দরগা মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠ সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে মামুদপুর হারুকান্দি , দেওরা ,কৈজুরী হাসরা মুন্সিবাজার গোয়ালকান্দি পিয়ার পুর, সহ পার্শ্ববর্তী এলাকার সকল শ্রেণীর মানুষ ও ছাত্র সমাজের ব্যানারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মুজাহিদুল, গালিব, সাউথ, মুজাহিদ ।
মানববন্ধনে বক্তারা মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠের পশ্চিম পাশের পুকুরটি ভরাট করার পাশাপাশি খেলার মাঠটি সংস্কার করে তার পরিধি আরও বৃদ্ধি করে খেলাধুলার উপযুক্ত করার এবং সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের নিকট দাবি জানান।