হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরাঙ্গ লাল সরকার স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। গতকাল (২৭ আগষ্ট) রাত নয়টার দিকে কলেজ অধ্যক্ষের কক্ষে পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যগ করেন।
এ বিষয়ে বুধবার দুপুর বারোটায় পদত্যাগের কারণ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরাঙ্গ লাল সরকার জানান সম্পূর্ণ পারিবারিক কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে একটি আবেদন মন্ত্রনালয়ে পেশ করেছি। যাতে আমার অন্য কোন কারণ বা ব্যাখ্যা নাই।
উল্লেখ্য বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ লাল সরকার ১৫ এপ্রিল ২০১৭ খৃীঃ উক্ত কলেজে যোগদান করেন। পরবর্তীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ৪ জুলাই ২০২৪ খৃীঃ দায়িত্ব প্রাপ্ত হন।