নাটোরের বাগাতিপাড়ায় বন্টন ছাড়াই জমি বিক্রি চেষ্টার অভিযোগ উঠেছে আবু তালেব নামের এক যুবকের বিরুদ্ধে। তিনি উপজেলার চকগোয়াশ গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। এনিয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রারের কাছে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আশরাফুল আলম।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৩ শতাংশ জমির মূল মালিক সোহরাব হোসেন তার স্ত্রীকে ৫ শতাংশ জমি দেন। পরবর্তীতে বড় ছেলে আশরাফুল আলমকেও একই জমি থেকে ৩ শতাংশ জমি দেন। আশরাফুলের মা তাকে ১.৫ শতাংশ জমি দান করেন। সর্বশেষ মূলমালিক তার বাকি জমি থেকে ছোট ছেলের সন্তান আবু তালেবকে ৫ শতাংশ জমি দান করেন। তবে দলিল গুলোতে কে কোন দিকের অংশ ভোগ করবেন তা উল্লেখ ছিল না। এমন অবস্থায় জমি জরিপ ও বন্টন ছাড়াই তা বিক্রি চেষ্টা করেন অভিযুক্ত আবু তালেব।
অভিযোগকারী আশরাফুল আলম জানান, ‘আমার পিতা আমার মাকে, আমাকে এবং আমার ছোট ভাইয়ের ছেলেকে ওই জমি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তা বন্টন করা হয়নি। বর্তমানে ওই জমির ওপরে আমাদের পাকা বাড়ি আছে। এমনঅবস্থায় কাউকে কিছু না জানিয়ে এবং বন্টন-জারিপ না করে অবৈধ ভাবে জমি বিক্রির অপচেষ্টা চলছে। তাই সমাধানের জন্য অভিযোগ করেছি।’
অভিযুক্ত আবু তালেবের পিতা মোস্তাফিজুর রহমান বন্টন নামা না থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমার ছেলের জমি সে বিক্রি করবে, এখানে বন্টন নামার দরকার নাই’
২০০৪ সালের পরে বন্টন নামা ছাড়া জমি বেচা-কেনা হয়না জানিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অফিস সহকারী আব্দুল আজিজ বলেন, ‘অভিযোগ পেয়েছি। স্যার আগামীকাল এসে অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।’