রাজবাড়ীর কালুখালী উপজেলার ৫ নং মদাপুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর প্রতি অনাস্তা জানিয়েছেন ইউনিয়নের ১১ জন সদস্য।
মঙ্গলবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের জরুরী সভায় এই অনাস্তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার সভাপতিত্ব করেন মদাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল লতিফ মন্ডল। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু ও প্যানেল চেয়ারম্যান শাহ আলম ছাড়া সকল সদস্য উপস্থিত ছিলেন।
দীর্ঘ দিন ধরে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু ও প্যানেল চেয়ারম্যান শাহ আলম পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ অবস্থায় পুরাতন চেয়ারম্যান প্যানেল ইউনিয়ন পরিষদ নমুনা প্রবিধিমালা ২০১৬ এর ১৭ নং প্রবিধানের ৫ উপ-প্রবিধান অনুসারে অভিযোগের ভিত্তিতে প্রবিধান ১৭ এর উপ-প্রবিধান ০১ অনুসরণ করে পরিষদের দুই-তৃতীয়াংশের ভোটে মদাপুর ইউনিয়ন পরিষদের গন্যমান্য ব্যক্তিদের সম্মুখে প্রথম সভায় গঠিত চেয়ারম্যান প্যানেল সভাপতি সাহেব বিলুপ্তি ঘোষণা করেন এবং স্থানীয় সরকার আইন ২০০৩ এর সপ্তম অধ্যায়ের ৩৩ নং ধারার ৪ নং উপ-ধারা মোতাবেক নতুন চেয়ারম্যান প্যানেল তৈরি করার সিদ্ধান্ত গ্ৰহন করা হয়। সিদ্ধান্ত মোতাবেক মদন কুমার প্রামাণিকে প্যানেল চেয়ারম্যান করার প্রস্তাবনা গ্ৰহন করা হয়।
ইউনিয়ন পরিষদের সভা চলাকালে ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ব্যাবসায়ী মেহেরুল ইসলাম, আলমগীর হোসেন, নাসিরুল ইসলাম বাবু, ওবাইদুল কবির কুন্নু, আব্দুল হালিম সরদার, ঠিকাদার আলম হোসেন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের সভা শেষে সিদ্ধান্তের কপি ইউপি সচিব রবিউল ইসলাম কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ এর নিকট প্রদান করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।