বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাতিয়া দ্বীপের কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ এর সাথে হাতিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে ।
মঙ্গলবার ( ২৭ আগষ্ট) দুপুরে হাতিয়া প্রেসক্লাব হল রুমে এ সভা হয়। হাতিয়া প্রেসক্লাবের যুগ্নআহবায়ক ইফতেখার হোসেন তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ প্রেস ক্লাবের আহবায়ক জী এম ইব্রাহিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো: তানবীর শরীফ, সমন্বয় আব্দুল হান্নান মাসুদের পিতা আব্দুল মালেক প্রমূখ।
সভায় হাতিয়া উপজেলার সমস্যা, সম্ভাবনা, সমাধান ও ছাত্র বিপ্লবের চলমান বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সহ সমন্বয়ক বৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।