ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সেসহ দেশের বিভিন্ন স্হানে গণমাধ্যম অফিসে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যম কর্মীরা।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় গোয়ালন্দের সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি চলে।
এতে সভাপতিত্ব করেন কালের কণ্ঠ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পাল।
গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি,মোহনা টিভির প্রতিনিধি মুহাম্মদ আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি, যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ,সাবেক সভাপতি ও প্রথম আলো পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হান, সাবেক সভাপতি,বৈশাখী টেলিভিশন ও দৈনিক সমকাল প্রতিনিধি আসজাদ হোসেন আজু শিকদার প্রমূখ। কর্মসূচিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকরা অংশ নেন।
এসময় বক্তারা সাংবাদিক ও তাদের প্রতিষ্ঠানের উপর ন্যাক্কারজনক প্রতিটি হামলার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন। সেইসাথে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিতে অন্তবর্তী সরকারের প্রতি অনুরোধ জানান।