যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোরের ২৯টি শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ৬০ জনের উপস্থিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলে রাব্বি মোপাসা। সভা পরিচালনা করেন কবি কাসেদুজ্জামান সেলিম ও কবি গাজী শহিদুল ইসলাম।
বৈষম্যবিরোধী সাংস্কৃতিক পরিষদ গঠনের লক্ষ্যে উপস্থিত সকলের উন্মুক্ত মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে ‘বৈষম্যবিরোধী সাংস্কৃতিক পরিষদ’ গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। উপস্থিত সকলের প্রস্তাব ও সমর্থনে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক হলেন ফজলে রাব্বি মোপাসা, সদস্য সচিব তরিকুল ইসলাম।
এছাড়া যুগ্ম আহ্বায়করা হলেন, আমিনুল ইসলাম শাহীন, সেলিম রেজা সেলিম, গোলাম মোস্তফা মুন্না, গাজী শহিদুল ইসলাম, রুমানা খান চৌধুরী, জোবায়ের হুসাইন, সোহানুর রহমান, আহসান খান রুবেল ও প্রদীপ কুমার চক্রবর্তী।
উপস্থিত সকলের সম্মতিতে রোববার (২৫ আগস্ট) সকাল হতে বন্যার্তদের সাহায্যার্থে তহবিল সংগ্রহে শহরের সার্কিট হাউজ মোড়ে (রোটারি প্যাসেঞ্জার শেড) বুখ তৈরি করা হবে। গঠিত তহবিলে তাৎক্ষণিক উপস্থিত সদস্যরা অনুদান প্রদান করেন।