নড়াইলে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র-ছাত্রীদের রুহের মাগফেরাত কামনা ও আহত বন্যা দুর্গতদের সুস্থতা কামনা করে দোয়ার মাহফিল এবং আলোচনা অনুষ্টিত হয়েছে।
শনিবার দুপুরে নড়াইল পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহরের আলাদাতপুর এলাকায় অনুষ্ঠত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আঃ মান্নান মোল্যা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক আলী হাসান।
এসময় আরো বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান, জেলা যুবদলের মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক মামা সায়দাত কবির রুবেল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সনি, জেলা শ্রমিকদলের আহ্বায়ক সাইদুজ্জামান আমল, জেলা কৃষকদলের আহ্বায়ক নবীর হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সদস্য সচিব এনামুল কবীর চন্দন, জেলা স্বেচ্ছােসবক দলের যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান সোহাগ, ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব খালিদুর রহমান বেগ, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমূখ। আলোচনাসভা শেষে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার শেষে হাজার হাজার লোককে গরুর মাংস, ডাল ও ভাত দিয় আপ্যায়ন করা হয়।