বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামের ফরিদপুরের নগরকান্দায় হত্যা মামলা দায়ের হয়েছে। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহীদুল ইসলাম বাবুলের সমর্থক কবির ভূঁইয়া (৫০)কে কুপিয়ে হত্যার ঘটনায় এ মামলাটি দায়ের করেন কবির ভূঁইয়ার স্ত্রী মনজিলা বেগম।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার দিবাগত রাতে মামলাটি দায়ের করা হয়।
শামা ওবায়েদ সহ এ মামলায় আরো ৩৬ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত হিসেবে ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় শামা ওবায়েদের নাম এক নম্বরে রাখা হয়েছে। তাকে এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে।
এ মামলায় এজাহারভুক্ত ৩৬ জনের মধ্যে নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার(৫৫), সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল (৫০) ও পৌর যুবদলের আহবায়ক হেলালুদ্দিন হেলালের নাম রয়েছে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নিহতের স্ত্রী মোনজিলার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য গত ২১ আগস্ট কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নগরকান্দাগো -ডাউন করাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে শহিদুল ইসলাম বাবুলের সমর্থক বকুল ভুইয়া নিহত হয়।